জীবিকার দায়িত্ব আল্লাহর!

আল্লাহ দাবি করেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনপ্রাণী নেই, যে তার জীবিকার দায়িত্ব তিনি নিজে গ্রহন করেননি (সুরা হুদ:১১:৬) তাহলে অভাবে দুর্ভিক্ষে না খেয়ে মানুষ নামের প্রানীগুলো মরে কেন ? যেমন বাংলাদেশে ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এখানে আল্লাহর কথা মিথ্যা নয় কি?

জবাব :

এই পৃথিবীতে যত মানুষ আছে, তাদের খাদ্যের জোগানের জন্য পৃথিবীতে যথেষ্ট জায়গা আছে।
প্রতি বছর যে পরিমাণ উৎপাদন হয়, সেগুলো মানুষ শুয়ে বসে ক্ষেতে পারবে। অর্থাৎ জীবিত সকল প্রাণীর জীবিকা পৃথিবীতে আছে।

মানুষের অবিচার, অসম বণ্টন, চৌর্যবৃত্তি কারণে কেউ দরকারের বেশী পায়, কেউ একেবারেই পায়না। সে জন্য মানুষকে নিজের অধিকার ফিরে পেতে, অন্যকে পাইয়ে দিতে অবিরত লড়তে হয়। মানুষ ন্যায়ের জন্য লড়াই করেনা বলেই পৃথিবীতে সমতা আসেনা। মানুষ না খেয়ে মরে কেননা সে আলসে প্রকৃতির আবার অপচয় কারীও।

পৃথিবীর অন্য কোন প্রাণী মানুষের মত এভাবে মরেনা কেননা তারা অধিকার আদায় করেই পৃথিবীতে বেঁচে থাকে। আবার যত প্রাণী মরে তাও মানুষে অনিষ্টের কারণেই মরে, খাদ্যের অভাবে নয়। প্রানীর খাদ্যাভাব মানুষের কারণেই সৃষ্টি হয়, সুতরাং আল্লাহর কথা মিথ্যা নয়।